মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) পালিত। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানায় ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ অনুষ্ঠিত, রাহমাতুল্লিল আলামিনের প্রতিনিধি সুফিরাই এদেশে ইসলাম প্রচার করেছেন – সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী ভূজপুরে জ্যোতি’র ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসাসেবা,ঔষধ এবং পুনর্বাসন সামগ্রী বিতরণ কর্মসূচি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবার শরীফ জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ২০ সেপ্টেম্বর বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষা ‘২৩ পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান। আমেরিকার বস্টনে ‘পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪’ অনুষ্ঠিত। মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সুয়াবিল শাখা সমুহের সার্বিক সহযোগিতায় বন্যা দুর্গতদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ বন্যার্তদের পাশে বাগীশিক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের দিনব্যাপী ত্রাণ বিতরণ
নোটিশ :

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে গত ১৪ জুলাই ২০২৪ এস.এস.সি ২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরন ফটিকছড়ির হাইদচকিয়ায় সূর্যগিরি আশ্রমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী। বিপ্লব চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে এবং আশ্রমের সাধারণ সম্পাদক ধীমান দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দীন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক মাস্টার কবির আহম্মদ, সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন, মাস্টার খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রাম মেট্রোর যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ী সেন গুপ্তা, প্রভাত যুব নারী সংগঠনের প্রশিক্ষক নূরী আসমা, জেসমিন মাহমুদ, ফটিকছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম টিপু, উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এ মুছা। স্বগত বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা বাবু গৌরাঙ্গ দত্ত। প্রধান অতিথি বলেন জ্ঞান আহরণ করে সেবার ব্রতে বেরিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার শিক্ষিত জাতির মূলমন্ত্র। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শিক্ষিত জাতি হিসেবে বিশ্ব দুয়ারে ঠাঁই করে নিতে শিক্ষা খাতকে অত্যান্ত গুরত্ব দিয়েছেন। এতে সংগঠনের উপদেষ্টা বাবু তরুন কুমার আচার্য্য, সুজন শীল, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, শংকর দাশ, শিমুল পাল, অভি বসু মল্লিক, ডাঃ উজ্জল কুমার শীল, মানিক বড়ুয়া, ঝুমার সর্দার ১, ঝুমুর সর্দার ২, শিবু ভট্টাচার্য, শিমুল ভট্টাচার্য, প্রবোধ পাল, নিপু পাল, মৃদুল দে, ঝুন্টু শীল, সজীব শীল, নিলু দাশ, তপন দাশ, সোনারাম আচার্য্য, কুমার রতন আচার্য্য, মহিলা সম্পাদিকা, অর্চ্চনা রাণী আচার্য্য, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, মৌসুমি চৌধুরী, জয়া গুহ, লুনা বিশ্বাস, রূপনা আচার্য্য, মুন্নী দাশ, সীমা দাশ, অগ্নিলা শর্মা দিয়া, অদিতি দাশ, রূপনা রাণী আচার্য্য, আবু বড়ুয়া, সুমা সর্দার নমিতা দাশসহ অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, গুণী ব্যাক্তি উপস্থিত ছিলেন। সবশেষে বিশ্ব শান্তি কল্যাণে সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা