বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) পালিত। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানায় ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ অনুষ্ঠিত, রাহমাতুল্লিল আলামিনের প্রতিনিধি সুফিরাই এদেশে ইসলাম প্রচার করেছেন – সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী ভূজপুরে জ্যোতি’র ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসাসেবা,ঔষধ এবং পুনর্বাসন সামগ্রী বিতরণ কর্মসূচি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবার শরীফ জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ২০ সেপ্টেম্বর বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষা ‘২৩ পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান। আমেরিকার বস্টনে ‘পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪’ অনুষ্ঠিত। মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সুয়াবিল শাখা সমুহের সার্বিক সহযোগিতায় বন্যা দুর্গতদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ বন্যার্তদের পাশে বাগীশিক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের দিনব্যাপী ত্রাণ বিতরণ
নোটিশ :

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানায় ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ অনুষ্ঠিত,

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আয়োজনে প্রতিষ্ঠানের সুপার আনোয়ার সিকদারের সভাপতিত্বে ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল গতকাল(রবিবার)১৫ই সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য এস এম মোরশেদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা এ গাউসুল আজম মাইজভান্ডারীর উপাধ্যক্ষ মাওলানা মঈনুদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলাই কুমার আচার্য্য,হাফেজ আবদুর রশিদ, মুজিবুল হক, তাকরিম উদ্দীন, শফিউল আজম চৌধুরী, নুরুল করিম,মাসুদুল করিম প্রমূখ। হাফেজ জোনাইদ হাসানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সহ সুপার শাফায়াত হোসাইন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সব নেয়ামতের মূল ও সকল সৃষ্টির রহমতের উৎস রহমাতুল্লিল আলামীন। নবী করিম(দ.) এঁর বিলাদতসহ তাঁর পবিত্র জীবনের বিভিন্ন দিক আলোচনা করাই হল মিলাদুন্নবী(দ.)উদযাপনের মূল উদ্দেশ্য। মাহফিলে মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ এমরান হোসাইন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন।



ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা